kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

‘ডেল্টার চেয়ে ৩ গুণ সংক্রামক ওমিক্রন’

কালের কণ্ঠ ডেস্ক   

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘ডেল্টার চেয়ে ৩ গুণ সংক্রামক ওমিক্রন’

সৌম্য স্বামীনাথন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, ডেল্টা ধরনের থেকেও তিন গুণ বেশি সংক্রামক ওমিক্রন। এ ছাড়া করোনাভাইরাস থেকে সেরে ওঠা রোগীরা ৯০ দিনের মাথায় ফের ওমিক্রনে আক্রান্ত হতে পারে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে সৌম্য স্বামীনাথন বলেন, ‘নতুন প্রজাতির ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে আরো সময় লাগবে।

বিজ্ঞাপন

তবে এটুকু বলা যায়, এটি ডেল্টার থেকেও কয়েক গুণ বেশি সংক্রামক। একবার করোনায় আক্রান্ত হওয়ার পরও এই ধরনে আক্রান্ত হতে পারে। ক্লিনিক্যাল পরীক্ষায় ধরা পড়েছে, করোনাজয়ীরা ৯০ দিনের মাথায় ফের এতে আক্রান্ত হতে পারে। ’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সাতদিনের সেরা