নেলসন ম্যান্ডেলা
যে কেউ চাইলেই থাকতে পারবেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তিপ্রতিম নেতা নেলসন ম্যান্ডেলা থেকেছেন এমন একটি বাড়িতে। জোহানেসবার্গের একটি সাদা রঙের ছিমছাম বাড়িতে থাকতেন তিনি।
প্রথম দেখায় বাড়িটিকে খুব সাদাসিধে মনে হলেও এর ভেতরে রয়েছে বিশাল করিডর আর ৯টি কক্ষ।
বাড়িটি তৈরি বিশ শতকের মধ্যভাগের ধাঁচে।
বিজ্ঞাপন
এদিকে গতকাল রবিবার নেলসন ম্যান্ডেলার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাজ তাদের দুর্নীতিবিরোধী মিছিল স্থগিত করেছে। গত শুক্রবার তারা দুর্নীতিবিরোধী কর্মসূচি শুরু করেছিল। ১০ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। কিন্তু এর মাঝে ম্যান্ডেলার মৃত্যুবার্ষিকী পড়ে যাওয়ায় তারা কার্যক্রম এক দিনের জন্য স্থগিত করেছে। সূত্র : আউটলুক ইন্ডিয়া ও আইওএল।