kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

মালিতে বাসে বন্দুক হামলায় নিহত ৩১

কালের কণ্ঠ ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। গত শুক্রবার মধ্য মালির অস্থিতিশীল এলাকা মপ্তিতে বাসটি লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। গতকাল শনিবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসীরা বাসটির যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। ঘটনাটি বান্দিয়াগারা শহরের কাছে ঘটে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। পার্শ্ববর্তী শহর বানকাসের মেয়র মৌলায়ে গুয়িন্দো বলেন, সপ্তাহে দুই দিন সংঘ গ্রাম থেকে বান্দিয়াগারা বাজারের দিকে একটি বাস ছেড়ে যায়। দুই এলাকার মধ্যে দূরত্ব ১০ কিলোমিটার। গত শুক্রবার বাসটি বান্দিয়াগারা বাজারের দিকে যাওয়ার সময় এটির ওপর হামলা চালানো হয়। গ্রামগুলো মপ্তি অঞ্চলের কেন্দ্রভাগে অবস্থিত। সম্প্রতি মালির এ অঞ্চলে আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বাসের জানালার ফ্রেমগুলো বেঁকে গেছে। সিটে মৃতদেহ পড়ে আছে। তবে ছবিগুলো ওই ঘটনারই কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : রয়টার্স ও এএফপি।সাতদিনের সেরা