kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে নিহত ৩

কালের কণ্ঠ ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিক্ষার্থী নিহত এবং এক শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। অঙ্গরাজ্যটির অক্সফোর্ড শহরে স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুরের ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থী হামলায় সেমি-অটোমেটিক হ্যান্ডগান ব্যবহার করেছে। সে সম্ভবত স্কুলব্যাগে করে অস্ত্রটি আনে এবং একসময় বাথরুম থেকে চিৎকার করতে করতে অস্ত্র হাতে বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে। গুলিতে নিহত তিনজনের মধ্যে দুজন মেয়ে ও একজন ছেলে। নিহত ছেলে শিক্ষার্থী মিশিগানের উদীয়মান তারকা ফুটবলারদের মধ্যে অন্যতম। পুলিশ আরো জানিয়েছে, ইমার্জেন্সি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে অস্ত্রধারী ওই শিক্ষার্থী আত্মসমর্পণ করে। পুলিশের সঙ্গে তার কোনো গোলাগুলি হয়নি। সূত্র : বিবিসি।সাতদিনের সেরা