kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

বিজেপিবিরোধী জোট গঠন

কংগ্রেসের অবস্থান নিয়ে সন্দিহান মমতা

কালের কণ্ঠ ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকংগ্রেসের অবস্থান নিয়ে সন্দিহান মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে জোট গড়ার জন্য অবিরাম চেষ্টার মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ও এর নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সকে (ইউপিএ) প্রশ্নবিদ্ধ করলেন।

মুম্বাই সফরের দ্বিতীয় দিন গতকাল বুধবার মমতা এনসিপির প্রতিষ্ঠাতা শারদ পওয়ারের সঙ্গে বৈঠক করার পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন। বিজেপিবিরোধী জোটে কংগ্রেস থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে শারদ বলেন, ‘বিজেপিবিরোধী সবাইকে এ জোটে স্বাগত।’ এর সঙ্গে মমতা জুড়ে দেন সংযোজন, ‘যেখানে যে দল শক্তিশালী সেখানে তাদের সঙ্গে নিয়েই লড়তে হবে। তবে কেউ যদি লড়তে না চায় কী করব? তাহলে নিজেদেরই লড়তে হবে।’

এনআরসি নিয়ে সমালোচিত বিজেপি: জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ভারতজুড়ে কার্যকর করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। গত মঙ্গলবার লোকসভায় লিখিতভাবে এ তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এনআরসি-সিএএ নিয়ে বিজেপি সরকারের এমন অবস্থান জানার পর বিরোধী পক্ষ বলছে, স্রেফ ভোটে জেতার টোপ হিসেবেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নাগরিকত্ব ইস্যুটি তুলে এনেছিল বিজেপি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সাতদিনের সেরা