kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

চ্যানেলে মৃতদের প্রথম জন কুর্দি

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচ্যানেলে মৃতদের প্রথম জন কুর্দি

মরিয়ম নুরি

ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে বুধবার ডুবে মৃত প্রথম যাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি ২৪ বছর বয়সী এক কুর্দি নারী। তাঁর নাম মরিয়ম নুরি মোহাম্মদ আমিন। তরুণীটির সঙ্গে বাগদান হওয়া যুবক এরই মধ্যে যুক্তরাজ্যে থাকেন। তিনিই কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। মরিয়ম তাঁর কাছে যাওয়ার উদ্দেশ্যেই ঝুঁকি নিয়ে নৌকায় যুক্তরাজ্যে পাড়ি দেন। মরিয়মদের নৌকাটি ফুটো হয়ে ডুবে যাওয়ার আগে তাঁদের মধ্যে খুদে বার্তা বিনিময় হয়েছিল। সূত্র : বিবিসি।সাতদিনের সেরা