kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

টিকার প্রথম ডোজ শেষ শতভাগের

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মোট জনসংখ্যার শতভাগেরই কভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার এ খবর জানানো হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘ওমিক্রন’ করোনার ডেল্টা ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক। অনেক দেশের মতো ইউএই এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত তাঁরা মোট দুই কোটি ৮০ লাখ ডোজ কভিড-১৯ টিকা দিয়েছেন।

সূত্র : এএফপি।সাতদিনের সেরা