kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

২৬/১১ হামলা

পাকিস্তানকে তদন্ত দ্রুত শেষ করতে বলেছে ভারত

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানকে মুম্বাই হামলার তদন্ত দ্রুত শেষ করতে বলেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্র্রণালয় গতকাল শুক্রবার দেশটিতে পাকিস্তান হাই কমিশনের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করে বলেছে, পাকিস্তান যেন প্রতিশ্রুতি মেনে ভারতের নিয়ন্ত্রিত অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করে।

গতকাল ২৬/১১ হামলার ১৩তম বার্ষিকী ছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে হামলা চালায় পাকিস্তানের ১০ জঙ্গি।

বিজ্ঞাপন

জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে মারা গিয়েছিল ১৬৫ জন সাধারণ মানুষ। ১০ জনের মধ্যে জীবিত অবস্থায় ধরা পড়েছিলেন এক জঙ্গি। নাম আজমল কসাব। বাড়ি পাকিস্তানের ফরিদকোটে। পরে জিজ্ঞাসাবাদে কসাব স্বীকার করেন, পাকিস্তানের মাটিতে বসেই এই হামলার ছক কষে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা।

ভারতের তদন্তে ওই হামলার মূলচক্রি হিসেবে হাফিজ সাইদ ও জাকিউর রহমান লকভির নাম উঠে এলেও, পাকিস্তানে এ মামলায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্র: পিটিআই।সাতদিনের সেরা