kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

যুক্তরাষ্ট্রে গুলিতে র‌্যাপার ইয়ং ডলফের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রে গুলিতে র‌্যাপার ইয়ং ডলফের মৃত্যু

ইয়ং ডলফ

যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে গোলাগুলিতে জনপ্রিয় র‌্যাপার ইয়ং ডলফ নিহত হয়েছেন। ৩৬ বছর বয়সী ডলফের আসল নাম এডলফ থর্নটন। মেমফিস পুলিশ বিভাগ জানায়, বুধবার দুপুরে মেমফিস শহরের এয়ারওয়েস বুলভার্ডে অবস্থিত একটি বেকারির দোকানের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মেমফিস পুলিশপ্রধান সেরেলিন ডাভিস টুইটারে এক তাৎক্ষণিক বৃিবতিতে বলেন, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন মরদেহটি ইয়ং ডলফেরই। তবে তথ্য যাচাই-বাছাই শেষে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যাবে। বেকারির মালিক বলেছেন, নিহত ব্যক্তি র‌্যাপার ডলফই ছিলেন। তিনি বিস্কুট কিনতে তাঁর দোকানে এসেছিলেন। তা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত ঘটনাস্থলের ছবিগুলোতে দেখা গেছে, সেখানে ডলফের গাড়িটিও রাখা আছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সাতদিনের সেরা