kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

‘তাইওয়ানে বিপজ্জনক খেলা খেলছে যুক্তরাষ্ট্র’

কালের কণ্ঠ ডেস্ক   

১১ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলের তাইওয়ান সফর ‘এক চীন’ নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং ‘তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের সঙ্গে মেলামেশা বিপজ্জনক খেলা’, গতকাল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এসব মন্তব্য করেন।   এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়াশিংটনের এখনই তাইওয়ানের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক লেনদেন বন্ধ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি দল সামরিক বিমানে করে তাইপেতে নেমেছে বলে গত মঙ্গলবার জানায় তাইওয়ানের বেশ কয়েকটি গণমাধ্যম।

বিজ্ঞাপন

তাত্ক্ষণিকভাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ‘উসকানিমূলক’ সফরের নিন্দা জানায়। সূত্র : রয়টার্স।সাতদিনের সেরা