kalerkantho

সোমবার । ১৪ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

ভারতের কানপুরে ৮৯ জন জিকা ভাইরাসে আক্রান্ত

কালের কণ্ঠ ডেস্ক   

৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে ৮৯ জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জিকা ভাইরাস এডিস মশার একটি প্রজাতির মাধ্যমে ছড়ায়। ২০০৫ সালে এটি মহামারি রূপে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ছড়িয়ে পড়ে। কানপুরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় গত ২৩ অক্টোবর। এক সপ্তাহ ধরে এর সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা জানান, ৮০ শতাংশ ক্ষেত্রে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর কোনো উপসর্গ প্রকাশ পায় না। এটি মানুষের স্নায়বিক বিপর্যয় ঘটায়। বিশ্বে ১৯৪৭ সালে জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয়। সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা