kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

ইমরান-বাজওয়া ‘দ্বন্দ্ব’ মিটল

আইএসআই প্রধান হিসেবে আনজুমের নিয়োগ চূড়ান্ত

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইএসআই প্রধান হিসেবে আনজুমের নিয়োগ চূড়ান্ত

নাদিম আনজুম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান হিসেবে লে. জেনারেল নাদিম আনজুমের নিয়োগ নিশ্চিত করেছেন। বলা হচ্ছে, এর মাধ্যমে এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী ইমরানের মতবিরোধের অবসান ঘটল। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আনজুমের নিয়োগ চূড়ান্ত করার কথা জানানো হয়।

প্রশাসনসহ পাকিস্তানে বিশেষ প্রভাবশালী হিসেবে বিবেচিত আইএসআই প্রধান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মধ্যে সপ্তাহ ধরে টানাপড়েন চলছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার একাধিক টুইট বার্তায় জানায়, সেদিন সকালে সেনাপ্রধান বাজওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন। এতে বলা হয়, তাঁদের বৈঠকটি ছিল আইএসআইয়ের নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে চলমান আলাপ-আলোচনার অংশ। পরে দেওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তালিকার প্রার্থীদের ‘সবার সাক্ষাৎকার নেন’ এবং পরে সেনাপ্রধানের সঙ্গে চূড়ান্ত দফা বৈঠক করেন। নাদিম আনজুম ২০ নভেম্বর তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। সূত্র : ডন ও ওয়াশিংটন পোস্টসাতদিনের সেরা