kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

জাতিসংঘ সদস্য পদের ৫০তম বার্ষিকী উদযাপন চীনের

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘের সদস্য পদ পাওয়ার ৫০তম বার্ষিকী উদযাপন করেছে চীন। এ উপলক্ষে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং ‘অধিকতর বৈশ্বিক সহযোগিতা’ প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন জাতিসংঘের প্রতি।

১৯৭১ সালের ২৫ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন জাতিসংঘের সদস্য পদ পায়। বাতিল করা হয় গৃহযুদ্ধের পর জাতীয়তাবাদীদের গঠন করা রিপাবলিক অব চায়না বা তাইওয়ানের প্রতিনিধিত্ব।

জাতিসংঘের সদস্য পদ পাওয়ার এ বার্ষিকীতে তাইওয়ান সম্পর্কে সরাসরি কোনো কথা বলেননি শি চিনপিং। তবে তিনি সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন ও সাইবার নিরাপত্তার জন্য বহুপক্ষীয় সমাধান খোঁজার আহবান জানান।

শি চিনপিং বলেন, ‘একমাত্র বৈধ পক্ষ হিসেবে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীন সরকারের স্বীকৃতি ছিল চীনা জনগণ তথা বিশ্ববাসীর জয়।’

বেইজিং সব সময় ‘এক চীন নীতি’তে বিশ্বাস করে আসছে। তারা মনে করে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, যা কোনো একদিন মূল ভূখণ্ডের সঙ্গে ঐক্যবদ্ধ হবে। সূত্র : এএফপি।সাতদিনের সেরা