kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

জাতিসংঘের সতর্কতা

চরম খাদ্যসংকটের মুখে আফগানিস্তান

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজরুরি ব্যবস্থা না নিলে এই শীতে আফগানিস্তানের দুই কোটি ২৮ লাখ মানুষ চরম খাদ্যসংকটের মুখে পড়বে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও)। সংস্থা দুটি আরো জানিয়েছে, দেশটিতে তীব্র অপুষ্টিতে ভুগতে পারে পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু।

ডাব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে রয়েছে।

আগে থেকেই বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল দীর্ঘদিনের যুদ্ধ ও দারিদ্র্যপীড়িত আফগানিস্তান। বিদেশি সেনার বিদায় এবং দেশটির শাসনভার তালেবানের হাতে চলে যাওয়ার পর পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে।

বিশ্বব্যাংকের মতে, একটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশ বা এর বেশি বিদেশি সাহায্য থেকে এলে তাকে সাহায্যনির্ভর বিবেচনা করা যায়। আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির প্রায় ৪০ শতাংশই আন্তর্জাতিক সাহায্য।

জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খাদ্যসংকটের বিবেচনায় আফগানিস্তানের পরিস্থিতি এখন ইয়েমেন বা সিরিয়ার চেয়ে খারাপ। সূত্র : বিবিসি।সাতদিনের সেরা