kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

বিবিসিকে থুনবার্গ

জনগণ দাবি না তুললে শুধু সম্মেলনে কাজ হবে না

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজনগণ দাবি না তুললে শুধু সম্মেলনে কাজ হবে না

গ্রেটা থুনবার্গ

আলোচিত তরুণ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, জনসাধারণের দাবিতেও পরিবর্তন না এলে শুধু জলবায়ু শীর্ষ সম্মেলনের মাধ্যমে কাজের কাজ হবে না।

কপ-২৬ জলবায়ুু সম্মেলনের প্রাক্কালে বিবিসিকে দেওয়া বিশদ সাক্ষাৎকারে সুইডেনের পরিবেশকর্মী থুনবার্গ বলেন, ‘জনসাধারণকে বিদ্যমান ব্যবস্থার শিকড় উপড়ে ফেলতে হবে।’

থুনবার্গ বলেন, ‘পরিবর্তন তখনই আসবে, যখন সাধারণ মানুষ পরিবর্তনের দাবি জানাবে। তাই আমরা এই ধরনের সম্মেলনেই সব কিছু হওয়ার আশা করতে পারি না।’

রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা অজুহাত তোলার অভিযোগও করেছেন গ্রেটা থুনবার্গ। ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে জলবায়ুু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। থুনবার্গ সম্প্রতি জলবায়ু পরিবর্তনকে তুলে ধরতে ‘ক্লাইমেট লাইভ’ নামে বিশ্বব্যাপী এক কনসার্টের সূচনা করেছেন। সূত্র : বিবিসিসাতদিনের সেরা