kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

আঞ্চলিক উত্তেজনা বাড়ায় জাপানজুড়ে সামরিক মহড়া

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসম্ভাব্য সংঘাত মোকাবেলার প্রস্তুতি হিসেবে জাপানের স্থলবাহিনী ‘গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স’-এর (জিএসডিএফ) ব্যাপক আকারে মহড়া চলছে দেশটি জুড়ে। এ মহড়া শুরু হয়েছে গত মাসের মাঝামাঝি সময় থেকে। প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম এ ধরনের মহড়া চালাচ্ছে তারা।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জিএসডিএফের কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপানের চারপাশের নিরাপত্তা পরিবেশ সবচেয়ে খারাপ অবস্থায় চলে গিয়েছে।

জিএসডিএফের কর্নেল নরিকো ইয়োকোতা বলেন, অভিযানের কার্যকারিতা এবং প্রতিক্রিয়া ও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোই এ মহড়ার উদ্দেশ্য।

ওই মহড়ায় অংশ নিয়েছেন প্রায় এক লাখ সেনা সদস্য, ২০ হাজার সাঁজোয়া যান ও ১২০টি উড়োজাহাজ। গত মাসের মাঝামাঝি সময় থেকে চলছে এ মহড়া।

কয়েক বছর ধরেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে সাবমেরিন থেকে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সূত্র : এএফপি।সাতদিনের সেরা