kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

বেলারুশ ছাড়লেন ফরাসি রাষ্ট্রদূত

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেলারুশ ছেড়েছেন সে দেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দি লাকোস্তে। বেলারুশ সরকারের নির্দেশে গত রবিবার তিনি কর্মস্থল ছাড়েন। বেলারুশ সরকার গতকাল সোমবারের মধ্যে নিকোলা দি লাকোস্তেকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল। ৫৭ বছর বয়সী নিকোলা গত বছরের শেষ দিকে বেলারুশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে যান।  স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকোকে ফ্রান্স সরকার বৈধতা না দেওয়ায় তাঁকে কর্মস্থল ত্যাগ করতে হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য দেশগুলোর মতো ফ্রান্সও প্রেসিডেন্ট হিসেবে লুকাশেংকো সরকারকে স্বীকৃতি দেয়নি।

সূত্র : বিবিসি।সাতদিনের সেরা