kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

জেনারেল হ্লাইংয়ের ঘোষণা

মুক্তি পাবে আরো পাঁচ হাজার জান্তাবিরোধী

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমারে সেনা অভ্যুত্থানে গ্রেপ্তার আরো পাঁচ হাজার আন্দোলনকারীকে মুক্তি দেবে জান্তা সরকার। গতকাল সোমবার জান্তাপ্রধান মিন অং হ্লাইং এই ঘোষণা দেন।

গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছে এবং আট হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। পর্যবেক্ষক গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের দেওয়া তথ্য অনুসারে, মিয়ানমারের কারাগারে এখনো সাত হাজার ৩০০ জন আন্দোলনকারী বন্দি আছে।

এই অক্টোবরের শেষে মিয়ানমারে থাডিংইয়ুত উৎসব পালিত হওয়ার কথা। এ উৎসব উপলক্ষে পাঁচ হাজার ৬৩৬ জনকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন হ্লাইং। এর আগে জুনে জান্তা সরকার দুই হাজার আন্দোলনকারীকে মুক্তি দেয়।

হ্লাইংয়ের এমন সিদ্ধান্তকে আদতে কঠোর নজরদারি বলে উল্লেখ করেছেন মিয়ানমারভিত্তিক বিশেষজ্ঞ ডেভিড ম্যাথেইসন। তিনি বলেন, জান্তা সরকার মুক্তির নামে মানুষকে কঠোর নজরদারির মধ্যে রাখছে।

এদিকে মিয়ানমারের বিরোধী দলগুলো যে উসকানি ও সহিংসতা চালাচ্ছে আসিয়ানের তা বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জান্তাপ্রধান।

সূত্র : এএফপি ও রয়টার্স।সাতদিনের সেরা