kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

মার্কিন ড্রোন হামলা

নিহত আফগানদের পরিবার পাবে ক্ষতিপূরণ

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআফগানিস্তানে ‘ভুলবশত’ ড্রোন হামলায় একই পরিবারের ১০ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র। নিহত ওই ১০ জনের মধ্যে সাতটি শিশুও ছিল। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, তারা পররাষ্ট্র দপ্তরের সঙ্গে এ বিষয়ে কাজ করছে। তারা ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যদের খোঁজার চেষ্টা করছে। তাদের মধ্যে যারা আফগানিস্তান ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আসতে চায়, তাদের খোঁজা হচ্ছে। পেন্টাগন আরো জানায়, গত বৃহস্পতিবার প্রতিরক্ষা নীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কালের সঙ্গে আফগানিস্তানে নিয়োজিত সাহায্য সংস্থা নিউট্রিশন অ্যান্ড এডুকেশনের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা স্টিভেন কৌনের বৈঠকে ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ক্ষতিপূরণের অঙ্ক এখনো নির্দিষ্ট নয়। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারকালে গত ২৬ আগস্ট ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর স্থানীয় শাখা আইএস-খোরাসান তথা আইএস-কে কাবুল বিমানবন্দরে এক আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে দেড় শতাধিক আফগানের পাশাপাশি ১৩ মার্কিন সেনা নিহত হন। এর জবাব দিতে গিয়ে মার্কিন বাহিনী গত ২৯ আগস্ট নিউট্রিশন অ্যান্ড এডুকেশনের কর্মী এজমারাই আহমাদিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। তাঁকে ভুলবশত আইএস সদস্য মনে করে হামলাটি চালানো হয়। সূত্র : এএফপি।সাতদিনের সেরা