kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

ইন্দোনেশিয়ায় ৪.৮ মাত্রার ভূমিকম্প নিহত ৩

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির উত্তর-পূর্ব দিকে বানজার ওয়ানাসারি শহরে ১০ কিলোমিটারজুড়ে গতকাল শনিবার ৪.৮ মাত্রার অগভীর ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের তীব্রতা পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল। এতে কমপক্ষে তিনজন মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে বাংলি রিজেন্সি এলাকায় সৃষ্ট ভূমিধসে নিজেদের বাড়িতে দুজন চাপা পড়ে মারা যান। দ্বীপের বন্দরনগরী কান্দারামসেমে আরো একজন মারা যান। সাধারণত স্বল্প গভীরতার ভূমিকম্পে হতাহতের সংখ্যা বেশি হয়ে থাকে। কর্তৃপক্ষ আশা করছে, নিহতের সংখ্যা আর বৃদ্ধি পাবে না। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ভূমিকম্পের তীব্রতা যতক্ষণ ছিল ততক্ষণ জনসাধারণ আতঙ্কিত ছিল এবং নিজেদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সূত্র: এএফপি। সাতদিনের সেরা