kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

সীমান্ত বিরোধ নিয়ে চীন-ভুটান চুক্তি সতর্ক ভারত

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করেছে ভুটান ও চীন। গত বৃহস্পতিবার সই হওয়া এই চুক্তিকে তারা বলছে ‘তিন পদক্ষেপ রোডম্যাপ’। দুই দেশের নতুন এই বোঝাপড়াকে সতর্কতার সঙ্গে লক্ষ্য করছে ভারত। কারণ ওই চুক্তির আওতায় রয়েছে দোকলাম সীমান্ত। তিন দেশের সীমান্তে থাকা ওই অঞ্চলে চার বছর আগে ভুটানের দাবি করা অংশে সড়ক সম্প্রসারণের চেষ্টা চালিয়েছিল চীন। ওই সময় ৭৩ দিন ধরে মুখোমুখি অবস্থান নেয় চীন ও ভারতের সেনাবাহিনী। দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার উপক্রম হয়। ওই বিরোধ নিরসনে ভারতকে না রাখায় দিল্লি সতর্ক প্রতিক্রিয়া দেখায়। এক বিবৃতিতে ভুটান জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো টানডি দোরজি ও চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ জিয়াংঘাও ওই তিন পদক্ষেপ রোডম্যাপ অনুচুক্তি বা সমঝোতাপত্রে সই করেছেন। এ চুক্তি সীমান্ত আলোচনায় নতুন গতি জোগাবে। ভুটান বলছে, পরস্পরের মঙ্গল কামনা, বোঝাপড়া ও মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে এ রোডম্যাপের বাস্তবায়ন সীমান্ত আলোচনার সফল পরিসমাপ্তি ঘটাবে, যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে।

সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা