kalerkantho

সোমবার । ১৪ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

করোনার টিকা নেবেন না বলসোনারো

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনার টিকা নেবেন না বলসোনারো

করোনাভাইরাসের টিকা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশটির জোভেম প্যান রেডিওর সঙ্গে এক আলাপচারিতায় এ কথা জানান তিনি। অবশ্য এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে করোনার টিকা নেবেন। বলেছিলেন, ব্রাজিলের টিকা নেওয়া শেষ ব্যক্তিটি হবেন তিনি। বলসোনারো এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে করোনা মহামারিকে তেমন গুরুত্ব দেননি ডানপন্থী এই নেতা। মহামারির শুরু থেকেই নানা মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এ ছাড়া করোনা ঠেকাতে বলসোনারো সরকারের পদক্ষেপগুলোও সমালোচনার মুখে পড়ে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে জোভেম প্যান রেডিওকে বলসোনারো বলেন, ‘আমি টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন গবেষণাগুলোর দিকে নজর রাখছি। এর মধ্যেই আমার শরীরে সর্বোচ্চ রোগ প্রতিরোধক্ষমতা রয়েছে। তাহলে কেন আমি টিকা নেব?’ বলসোনারো আরো বলেন, ‘আমার কাছে স্বাধীনতা সব কিছুর আগে। কোনো নাগরিক যদি টিকা না নিতে চান, এটা তাঁর অধিকার এবং এখানেই বিষয়টি শেষ করা উচিত।’ করোনা মহামারিতে ব্রাজিলে ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। সব কিছুর মধ্যে ব্রাজিলের ২১ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় ১০ কোটি মানুষ টিকার পূর্ণ ডোজ পেয়েছেন। আর কমপক্ষে একটি ডোজ পেয়েছেন পাঁচ কোটি মানুষ। সূত্র : এএফপি।সাতদিনের সেরা