kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

মনমোহন সিং হাসপাতালে অবস্থা স্থিতিশীল

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমনমোহন সিং হাসপাতালে অবস্থা স্থিতিশীল

মনমোহন সিং

জ্বর ও দুর্বলতাজনিত সমস্যার কারণে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়। তবে হাসপাতালটির কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, মনমোহনের অবস্থা স্থিতিশীল আছে।

৮৯ বছর বয়সী কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য মনমোহনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর চলতি বছরের এপ্রিলেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

বিজ্ঞাপন

পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

সংবাদমাধ্যম জানায়, মনমোহন কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন, তবে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখতে বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তাঁর সহযোগীরা। সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা