kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

তাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত ৪৬

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরে গতকাল বৃহস্পতিবার সকালে একটি ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৬ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। গত কয়েক দশকে তাইওয়ানে এটাই সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ভবনটির বেশির ভাগ তলা আগুনে ভস্মীভূত হয়ে যায়। তাইওয়ানের নিজস্ব গণমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, ভবনটির জানালা দিয়ে ক্রমাগত ধোঁয়া নির্গত হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। 

কাওসিউংয়ের ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে সে সময় তাদের ৭০টি ট্রাক কাজ করছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা সময় লেগেছে। তা ছাড়া সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভবনটির আসল চিত্র বের হয়ে আসে। ভবনটির প্রতিটি তলা অন্ধকারে নিমজ্জিত ছিল। ফায়ার সার্ভিস আরো জানায়, অগ্নিকাণ্ডে ৪১ জনের মতো আহত হয়েছে এবং মারা গেছে ৪৬ জন। মৃতদের বেশির ভাগই সপ্তম তলা থেকে ১১তম তলার বাসিন্দা।

সূত্র : এএফপি।সাতদিনের সেরা