kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

সরকারবিরোধী বিক্ষোভ নয় কিউবায়

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারবিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া হলো না কিউবায়। সরকারের দাবি, যুক্তরাষ্ট্রের মদদে সরকার ফেলার চেষ্টা হচ্ছে। আগামী ১৫ নভেম্বর বিক্ষোভের অনুমতি চেয়েছিল বিরোধীরা। কিন্তু তাদের সেই অনুমতি দেয়া হয়নি। সরকার জনিয়েছে, যুক্তরাষ্ট্রের মদদে এই বিক্ষোভ হচ্ছে। তাদের লক্ষ্য হলো সরকার ফেলে দেওয়া, কিউবার রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনা। এর আগে জুলাইয়ে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপক আকার নিয়েছিল। কিউবা এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিদ্যুত্সংকট চলছে। খাবার ও ওষুধ পাওয়া যাচ্ছে না। জিনিসপত্রের দাম ভয়ংকরভাবে বেড়ে গেছে। ওই বিক্ষোভের আয়োজন করতে চেয়েছিল আর্চিপিলাগো গোষ্ঠী। তাদের দাবি, নাগরিক অধিকারের দাবিতে তারা বিক্ষোভ করতে চায়। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার এবং যে বিরোধী বন্দি রাজনীতিকদের মুক্তির দাবিও তারা জানিয়েছে। রবিবার হাভানায় প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। মঙ্গলবার তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে সরকারবিরোধী স্লোগান দেয় মানুষ। প্রথমে তারা ২০ নভেম্বর বিক্ষোভ দেখাতে চেয়েছিল। কিন্তু ওই সময় সরকারি সামরিক কুচকাওয়াজের কর্মসূচি ছিল। তখন বিক্ষোভ পাঁচ দিন এগিয়ে আনা হয়।

সূত্র : এএফপি।সাতদিনের সেরা