kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

আদালতে সু চির অস্ট্রেলীয় উপদেষ্টা

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির অস্ট্রেলীয় উপদেষ্টা শন টারনেলকে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো আদালতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিবাসন ও দাপ্তরিক গোপনীয়তা আইনে হওয়ার মামলার শুনানির জন্য তাঁকে আদালতে নেওয়া হয়। টারনেল অস্ট্রেলিয়ার ম্যাকয়ার বিশ্ববিদ্যালের অধ্যাপক। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর গ্রেপ্তার হওয়া প্রথম বিদেশি নাগরিক তিনি। তাঁকে আটকের পর ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রাখা হয়েছে। গতকাল রাজধানী নেপিডোর আদালতে প্রথমবারের মতো তাঁকে হাজির করা হয়। এ সময় তাঁকে অত্যন্ত দুর্বল ও ক্লান্ত দেখাচ্ছিল বলে জানান তাঁর আইনজীবী খিন মং জাও। মং জাও আরো জানান, টারনেল কভিড-১৯ সুরক্ষা পোশাকে আদালতে হাজির হয়েছেন। তবে তাঁর আইনজীবী টারনেল সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। সূত্র : এএফপি।সাতদিনের সেরা