kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

এইচএফসির ব্যবহার ৮৫% কমাবে যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের ব্যবহার আগামী ১৫ বছরের মধ্যে ৮৫ শতাংশ পর্যন্ত কমাবে যুক্তরাষ্ট্র।

মার্কিন এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ) গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত পদক্ষেপ চূড়ান্ত করেছে। রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনারে ব্যবহৃত হাইড্রোফ্লুরোকার্বন (এইচএফসি) গ্যাস ৮৫ শতাংশ কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে ইপিএ।

এইচএফসির ব্যবহার হ্রাসে গত বছর আইন পাস করে মার্কিন কংগ্রেস। ওই আইন এইএফসির ব্যবহার হ্রাস সংক্রান্ত মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের জাতীয় জলবায়ু উপদেষ্টা জিনা ম্যাককারথি বলেন, ‘আমরা যে জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, এ পদক্ষেপ বিশ্বকে সেই বার্তাই দিচ্ছে।’

গ্লাসগোতে হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ছয় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কার্যনির্বাহী পদক্ষেপের মাধ্যমে জলবায়ুসংক্রান্ত অনেক পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে এখনো কয়েকটি কংগ্রেসে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে ম্যাককারথি জানান, ‘তিনি নিজে এখনো জানেন না কবে বাইডেন সংশোধনীগুলো অনুমোদনের জন্য সিনেটে পাঠাবেন।’

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করেছে, নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস পরিবেশের সর্বোচ্চ নিরাপদ স্তরকে একদম নষ্ট করে দিয়েছে। তাদের হিসাবে, বায়দূষণে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যাচ্ছে। এ সমস্যার সমাধানে বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত করতে এয়ার কোয়ালিটি গাইডলাইনস (একিউজিএস) আরো জোরদার করেছে সংস্থাটি। নতুন একিউজিএস প্রকাশ করে গত বুধবার বৈশ্বিক সংস্থাটি বলেছে, তীব্র বায়ুদূষণ প্রতিরোধ করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। কেননা বিশ্বজুড়ে বায়ুর মানের প্রতিটি সূচক নিম্নমুখী যা জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের চেয়েও বেশি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করেছে বায়ুদূষণ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি।সাতদিনের সেরা