kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

সিপিটিপিপি নিয়ে তাইওয়ানের বিরুদ্ধে চীন

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের পর কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (সিপিটিপিপি) জোটে যোগ দেওয়ার আবেদন করেছে তাইওয়ান। গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তাইওয়ানের আবেদনের খবর সামনে আসার পর গতকালই এর বিরোধিতা করেছে চীন। গত সপ্তাহে বেইজিংও এই জোটে অন্তর্ভুক্তির আবেদন করেছিল।

তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। সে কারণে স্বতন্ত্রভাবে তাইওয়ানের আন্তর্জাতিক সংশ্লিষ্টতা এবং বিশ্বমঞ্চের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরোধিতা করে বেইজিং। সিপিটিপিপিতে যোগ দিতে তাইপের আবেদনের পর বেইজিং গতকালও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সূত্র : এএফপি।সাতদিনের সেরা