kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তির সম্ভাবনা কম

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছে না কোনো পক্ষই। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বৈঠকের পর গতকাল বুধবার এক প্রতিবেদনে এ কথা বলে বিবিসি। ইউরোপীয় ইউনিয়ন (ইই) সঙ্গে বিচ্ছেদের পর (ব্রেক্সিট) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাজ্য। ইউরোপের একক বাজার ত্যাগের পর সমগ্র বিশ্ববাজারে অংশগ্রহণের জন্যই ব্রিটিশদের এই আগ্রহ। ডাউনিং স্ট্রিটের তরফ থেকে বলা হয়েছিল, ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য চুক্তিটি তাদের কাছে অগ্রাধিকার পাবে। বৈঠকের পর বাণিজ্যচুক্তির বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ‘সামান্য কথা হয়েছে’ এবং সে অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে। বরিস জনসনও জানান, আগামী সাধারণ নির্বাচনের আগে এ ধরনের চুক্তির সম্ভাবনা কম। হোয়াইট হাউসে গত মঙ্গলবার প্রায় ৯০ মিনিটব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বাইডেন ও জনসন বাণিজ্য প্রসঙ্গ ছাড়াও জলবায়ুসংকট, আফগানিস্তান ইস্যু, অকাস নিরাপত্তা চুক্তি ও অন্যান্য ইস্যুতে আলোচনা করেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন জনসন। এদিকে ব্রিটিশ মন্ত্রীরা নতুন বাণিজ্যচুক্তির করার পরিবর্তে বিদ্যমান উত্তর আমেরিকান চুক্তির ব্যাপারে বেশি আগ্রহী। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএতে প্রবেশ করতে আলোচনা চালাচ্ছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এ নিয়ে সদস্য রাষ্ট্রগুলো সম্মতি দিয়েছে। এতে অংশগ্রহণের ফলে ডিজিটাল পণ্যসহ বেশ কিছু পণ্যের বাণিজ্যে যুক্তরাজ্য লাভবান হবে। সূত্র : বিবিসি।সাতদিনের সেরা