kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

সিপিটিপিপি চুক্তি

চীনের প্রস্তাবে অস্ট্রেলিয়ার শর্ত

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকম্প্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে (সিপিটিপিপি) চীনের যোগদানের ব্যাপারে শর্ত জুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

গতকাল বুধবার অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান টিহান বলেন, সিপিটিপিপিতে ঢুকতে হলে চীনকে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় রাজনীতিকদের সঙ্গে সম্পর্কের স্থবিরতা কাটাতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিএ) চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অভিযোগ নিষ্পত্তি করতে হবে।

চীন গত সপ্তাহে সিপিটিপিপিতে যোগ দেওয়ার আবেদন করে। এ ব্যাপারে চীনের উদ্দেশে টিহান বলেন, ‘কোনো দেশকে জোটে ঢোকার ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে হলে মন্ত্রী পর্যায়ে আলোচনায় বসতে হবে, অর্থনৈতিক অংশীদারের চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং অন্তর্ভুক্তির কথা বলতে হবে।’ তিনি জানান, যে কেউই সদস্য হতে পারে তবে তাকে অবশ্যই গুরুত্বপূর্ণ সমঝোতা, ডাব্লিউটিএর নীতি ও বিদ্যমান বাণিজ্যচুক্তির প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

আন্তর্জাতিক রাজনীতিতে অস্ট্রেলিয়া মার্কিনমিত্র হওয়ায় সিপিটিপিপিতে চীনের অন্তর্ভুক্তির প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি দুই দেশের বাণিজ্যযুদ্ধ ও রাজনৈতিক বিভেদও স্পষ্ট। অস্ট্রেলিয়ার পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা ও উচ্চ শুল্ক আরোপ করেছে চীন। এ নিয়ে ডাব্লিউটিএ বরাবর অভিযোগ দায়ের করেছে অস্ট্রেলিয়া। চীনের এ ধরনের আচরণকে অস্ট্রেলিয়া ‘অর্থনৈতিক জবরদস্তি’ আখ্যা দিয়ে আসছে। অন্যদিকে করোনাভাইরাসের উৎস তদন্ত নিয়ে অস্ট্রেলিয়ার সোচ্চার ভূমিকায় রুষ্ট চীন। সূত্র : এএফপি।সাতদিনের সেরা