kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

ভারতে হাসপাতালে সর্বনিম্ন রোগী

কালের কণ্ঠ ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভারতে হাসপাতালে সর্বনিম্ন রোগী

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেল্টায় পর্যুদস্ত পরিস্থিতি কাটিয়ে উঠতে থাকা ভারতে শনাক্ত, মৃত্যু, চিকিৎসাধীন রোগী—সবই কমছে ধারাবাহিকভাবে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সেখানে বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগী আছে তিন লাখ ৯ হাজার ৫৭৫ জন, যা গত ১৮৪ দিনের মধ্যে সর্বনিম্ন। শনাক্তের তুলনায় চিকিৎসাধীন রোগীর হার ০.৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশে নতুন করে শনাক্ত হয়েছে ২৬ হাজার ১১৫ জন। শনাক্ত হার ১.৮৫ শতাংশ, যা গত ২২ দিনের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৫ লাখ চার হাজার ৫৩৪ জন। নতুন করে প্রাণহানি হয়েছে ২৫২ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ৪৪ লাখ পাঁচ হাজার ৩৮৫।  

এদিকে কভিড-১৯ টিকাদানে সবচেয়ে এগিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে দেশটির ৯১ শতাংশ বাসিন্দা টিকা পেয়েছে। এর মধ্যে পূর্ণ ডোজ টিকা পেয়েছে ৮০.৩৮ শতাংশ; আর এক ডোজ পেয়েছে ১০.৭৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা পর্তুগালে প্রতিষেধক পেয়েছে ৮৭ শতাংশ। স্পেন, সিঙ্গাপুর ও উরুগুয়ে এই হার যথাক্রমে ৮৭, ৮০ ও ৭৯ শতাংশ। সূত্র : ফার্স্টপোস্ট।সাতদিনের সেরা