kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

করোনার উৎস সন্ধানে কম্বোডিয়ার গবেষকরা

কালের কণ্ঠ ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনার উৎস সন্ধানে কম্বোডিয়ার গবেষকরা

মানবদেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের দুই বছর হতে চললেও উৎস এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশপাশি চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গবেষকরা চেষ্টা চালিয়েও নির্ণয় করতে পারেননি উৎস। উল্টো এই ভাইরাস নিয়ে বৈশ্বিক রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে চলমান মহামারিকে বুঝতে কম্বোডিয়ার উত্তরাঞ্চল থেকে বাদুড়ের নমুনা সংগ্রহ করছেন গবেষকরা। এক দশক আগে ওই অঞ্চলে এই প্রাণীটির মধ্যে প্রায় একই ধরনের আরেকটি ভাইরাস মিলেছিল। ২০১০ সালে লাওসের সীমান্তবর্তী স্তাং ত্রাইং প্রদেশে হর্সশু বাদুড় থেকে দুটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেগুলো ফনম পেনের ইনস্টিটিউট পাস্তুর দ্যু কম্বোজের (আইপিসি) ফ্রিজে রাখা আছে। গত বছর নমুনাগুলোর ওপর পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, যে করোনাভাইরাসটি বিশ্বব্যাপী ৪৬ লাখেরও বেশি মানুষকে মেরে ফেলেছে, হর্সশু বাদুড় থেকে সংগ্রহ করা নমুনাগুলো তার নিকটাত্মীয়। আইপিসি গবেষকদের আট সদস্যের একটি দল এক সপ্তাহ ধরে হর্সশু বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি তাদের প্রজাতি, লিঙ্গ, বয়স ও অন্যান্য বিবরণ লিপিবদ্ধ করে রাখছেন। ফিলিপাইনেও একই ধরনের একটি গবেষণা চলছে। গবেষকদলটির মাঠ পর্যায়ের সমন্বয়কারী হাউরি হোম বলেন, ‘আমরা আশা করছি এই গবেষণার ফল কভিড-১৯ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে বিশ্বকে সাহায্য করতে পারবে।’ এই ভাইরাসগুলো বাদুড়ের মতো যেসব প্রজাতিতে থাকে, সেগুলোতে সাধারণত কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না। কিন্তু মানুষ বা অন্য কোনো প্রাণীতে ছড়ালে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। সূত্র : রয়টার্স, বিবিসি।সাতদিনের সেরা