kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

মৌমাছির হুলে ৬৩ পেঙ্গুইনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ আফ্রিকার কেপটাউনের কাছে বিপন্ন প্রজাতির ৬৩টি আফ্রিকান পেঙ্গুইন মৌমাছির হুলের আঘাতে মারা গেছে। দেশটির পাখি সংরক্ষকরা বলছেন, ঘটনাটি অস্বাভাবিক। এর আগে এমনটি দেখা যায়নি। পেঙ্গুইনগুলো একটি সংরক্ষিত এলাকা সিমন্স টাউনের সৈকতে পাওয়া গেছে। এগুলোর শরীরে মৌমাছির হুল ফোটানোর চিহ্ন ছাড়া আর কোনো শারীরিক আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, এগুলোর চোখ ও তার আশপাশেই বেশির ভাগ হুল ফুটেছে। সেখানকার পশু চিকিৎসক ডেভিড রবার্টস সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘ঘটনাটি একেবারেই অস্বাভাবিক। এমনটি হতে পারে, আমরা কখনো ভাবতে পারিনি। ঘটনাটি একেবারেই অপ্রত্যাশিত।’  সূত্র : বিবিসি।সাতদিনের সেরা