kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

টেক্সাসে অভিবাসীর স্রোত জরুরি অবস্থা জারি

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মেক্সিকোগামী আন্তর্জাতিক সেতুর নিচে ১০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী অভিবাসী জড়ো হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের এমন উপচে পড়া ভিড়ের কারণে জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাসের ডেল রিও শহরের মেয়র ব্রুনো লোজানো। ডেল রিওর মেয়র জানান, গত বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিবাসীর সংখ্যা ছিল ১০ হাজার ৫০৩ জনের মতো। এরা বেশির ভাগই প্রতিবেশী হাইতির নাগরিক। হাইতির সাম্প্রতিক টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি ও ভূমিকম্প পরবর্তী সংকটের কারণে নাগরিকরা দেশ ছাড়ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী নদী রিও গ্রান্দের ওপর নির্মিত সেতুর নিচে এসব অভিবাসনপ্রত্যাশী ভিড় করছে। এলাকাটি মার্কিন শুল্ক ও সীমান্ত নজরদারি (সিবিপি) দপ্তরের নিয়ন্ত্রাণাধীন। অভিবাসীদের স্রোত দেখে ডেল রিও শহরে গত শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী চলে আসার পর আফগান শরণার্থীরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইছে। এ পরিস্থিতিতে মেক্সিকো সীমান্তে নতুন অভিবাসীদের স্রোত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য চ্যালেঞ্জের। বাইডেন প্রশাসনের কেউই এই পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় শিবির থেকেই চাপ বাড়ছে। বাইডেনের নিজ দল ডেমোক্রেটের কংগ্রেস সদস্য ইলহান ওমর বলেন, ‘বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’ অন্যদিকে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ টুইটারে লিখেছেন, হাইতিতে পাঠিয়ে দেওয়ার ফ্লাইট বাইডেন প্রশাসন বাতিল করে দেওয়ায় সেতুর নিচে ‘অবৈধ এলিয়েনরা’ ভিড় করেছে। অভিবাসন প্রশ্নে বেকায়দা পরিস্থিতি বাইডেন প্রশাসনের জন্য অবশ্য নতুন নয়। গত জুলাই ও আগস্ট মাসে সীমান্ত থেকে দুই লাখ অভিবাসীকে বহিষ্কার করে তাঁর প্রশাসন, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল। সূত্র : এএফপি।সাতদিনের সেরা