kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

করোনা মোকাবেলায় প্রথম দশে সুইডেন-নরওয়ে

স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস মহামারি মোকাবেলায় সবচেয়ে সাফল্য দেখিয়েছে এমন দেশগুলোর র্যাংকিংয়ে সুইডেন সপ্তম অবস্থানে উঠে এসেছে। ৬০টি দেশের মধ্যে সুইডেন এই অবস্থানে রয়েছে।

করোনা মহামারি সর্বোত্তমভাবে মোকাবেলায় র্যাংকিংয়ে প্রথম ১০টি দেশ হলো ১) জার্মানি ২) কানাডা ৩) সুইজারল্যান্ড ৪) নিউজিল্যান্ড ৫) অস্ট্রেলিয়া ৬) নরওয়ে ৭) সুইডেন ৮) ফিনল্যান্ড ৯) আইসল্যান্ড এবং ১০) নেদারল্যান্ডস।

দ্য নেশন ব্র্যান্ডস ইনডেক্স (এনবিআই) শীর্ষক সংস্থাটি জরিপ ও গবেষণার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যাগুলো কতটা ভালোভাবে পরিচালনা করতে পারে, তা পরিমাপ করে থাকে। এতে দেখা যায়, করোনা মোকাবেলায় গত বছরের পঞ্চদশ অবস্থান থেকে এ বছর সুইডেন সপ্তম স্থানে উঠে এসেছে।

সুইডিশ স্বাস্থ্য ইনস্টিটিউট জরিপে সুইডেনের এই অবস্থানকে খুবই ইতিবাচক এবং সম্মানজনক হিসেবে দেখছে।সাতদিনের সেরা