kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

হুতি-সরকারপন্থী সংঘর্ষে ইয়েমেনে নিহত ৫০

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইয়েমেনের আল-বায়েদা প্রদেশে সংঘর্ষে কমপক্ষে ৫০ বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উচ্চপদস্থ কমকর্তাও আছেন বলে গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। এক সামরিক কর্মকর্তা জানান, আল-বায়েদায় ইরানের সমর্থনপুষ্ট শিয়া মতাবলম্বী হুতি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেলের পাশাপাশি সরকারপন্থী আরো ১৯ জন এবং বিদ্রোহীর গোষ্ঠীর ৩০ জন নিহত হয়েছেন। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে হুতি গোষ্ঠী আল-বায়েদা দখলের চেষ্টা করছে। তারা দেশটির উত্তরের শহর মারিব দখলের লড়াই চালানোর পাশাপাশি আল-বায়েদায় তৎপরতা চালাচ্ছে। ইয়েমেন সরকারের সর্বশেষ ঘাঁটি মারিব দখলের চেষ্টায় গত ফেব্রুয়ারি থেকে লড়াই চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। মারিবকেন্দ্রিক এই লড়াইয়ে এরই মধ্যে সরকার ও বিদ্রোহী উভয় পক্ষের কয়েক শ সদস্য নিহত হয়েছেন। এ সংঘর্ষকে কেন্দ্র করে দেশটিতে অস্থিরতাও বেড়েছে, যার কারণে অনেক নাগরিক দেশ ছেড়েছে। পর্যবেক্ষকদের মতে, তেলসমৃদ্ধ মারিব দখল করতে পারলে শান্তি আলোচনায় নিজেদের দাবি আদায়ে আরো শক্ত অবস্থানে যাবে হুতি গোষ্ঠী। ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে পরের বছর দেশটিতে অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এর পর থেকে ইয়েমেনে হাজার হাজার মানুষের প্রাণ গেছে, দুর্ভিক্ষের কবলে পরে লাখো মানুষ। সূত্র : এএফপি।সাতদিনের সেরা