kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

মোদি-মমতা টাইমের শীর্ষ প্রভাবশালীর তালিকায়

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমোদি-মমতা টাইমের শীর্ষ প্রভাবশালীর তালিকায়

এ বছর টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন প্রতিবেশী ভারতের শীর্ষস্থানীয় দুজন রাজনীতিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে তালিকায় আছে করোনাভাইরাসের টিকা প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালার নামও।

গত বুধবার বর্তমান বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম। ওই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম যেমন আছে, তেমনই আফগানিস্তানে গঠিত নতুন সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাবাদের নামও আছে। আফগানিস্তানের নতুন সরকার অবশ্য এখনো বিশ্বনেতাদের স্বীকৃতি পায়নি।

এ ছাড়া বিশ্বের প্রভাবশালী নেতাদের তালিকায় আছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম আফ্রিকান ও প্রথম নারী মহাপরিচালক এনগোজি ওকোনজো আইওয়েলা। তিনি নাইজেরিয়ার প্রথম নারী অর্থমন্ত্রী ছিলেন। সূত্র : টাইম ডটকম।সাতদিনের সেরা