kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

পঞ্চাশোর্ধ্বদের বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাজ্য ৫০ বছর ও তার বেশি বয়সের মানুষ যাঁরা বিভিন্ন কেয়ার হোমে রয়েছেন তাঁদের এবং সম্মুখ সারিতে থাকা স্বাস্থ্য ও সমাজসেবাকর্মীদের কভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেবে। মঙ্গলবার ব্রিটেন সরকার এ কথা জানিয়েছে।

ব্রিটেনের ভ্যাকসিন উপদেষ্টা কমিটি জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনিজেশন জানায়, কোনো ব্যক্তি দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁকে তৃতীয় ডোজ টিকা দেওয়া যাবে না।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমি জেসিভিআইয়ের পরামর্শ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে এনএইচএস আগামী সপ্তাহ থেকে বুস্টার ডোজ দেওয়ার  প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরো ঘোষণা দেন যে পঞ্চাশোর্ধ্ব বয়সের নাগরিকদের মধ্যে যাঁরা ছয় মাস আগে তাঁদের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাঁদের জন্য আগামী সপ্তাহ থেকে এ বুস্টার কর্মসূচি শুরু করা হবে। এ ক্ষেত্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ব্যবহার করা হবে। ‘দীর্ঘ মেয়াদে’ এ ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র: এএফপি।সাতদিনের সেরা