kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

সেলফ আইসোলেশনে যাচ্ছেন পুতিন

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেলফ আইসোলেশনে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেলফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার ক্রেমলিন থেকে জানানো হয়, পুতিনের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেন, পুতিন শারীরিকভাবে একদম সুস্থ আছেন এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনাও দিয়েছেন। তবে পরীক্ষার ফল এখনো জানা যায়নি। ক্রেমলিনের ওই বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন কয়েক দিনের পর্যবেক্ষণে থাকবেন। তাই তাঁর তাজিকিস্তান সফরও বাতিল করা হয়েছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেকে এ সপ্তাহেই একটি আঞ্চলিক সম্মেলন হওয়ার কথা ছিল।

সূত্র : এএফপি।সাতদিনের সেরা