kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

টেক্সাসে অভিবাসী বহনকারী গাড়ি দুর্ঘটনায় নিহত ১০

কালের কণ্ঠ ডেস্ক   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় চালকসহ কমপক্ষে ১০ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। মেক্সিকো সীমান্তের কাছে টেক্সাসের ফলফুরিয়াস শহরের ব্রুকস কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা গত বুধবার এ কথা জানিয়েছে। টেক্সাসের জননিরাপত্তা বিভাগের (ডিপিএস) সদস্যরা জানান, মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমটাির দূরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ‘নথিপত্রহীন’ অভিবাসীদের বহনকারী গাড়িটি একটি লোহার খুঁটিতে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রুকস কাউন্টি সূত্র জানায়, গাড়িতে কমপক্ষে ৩০ যাত্রী ছিল। ‘নথিপত্রহীন’ অভিবাসীরা মেক্সিকো সীমান্ত থেকে আসছিল। চোরাকারবারিরা সীমান্ত থেকে দেশের ভেতরে পৌঁছে দিতে দ্রুত গতির গড়ি ব্যবহার করে থাকে। সে রকমই একটি গাড়ি ব্রুকস কাউন্টিতে দুর্ঘটনায় পড়ে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত মার্চ মাসে এ ধরনের একটি দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছিল। এ ঘটনায় একজনকে অভিযুক্তও করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতির কারণে মেক্সিকো সীমান্তে অভিবাসীদের উপস্থিতি কমেছিল, কিন্তু ২০২০ সাল থেকে তা আবারও বাড়ছে। বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ক্ষমতায় আসার পর অভিবাসীদের স্রোত ঊর্ধ্বমুখী। বাইডেন প্রশাসন ঘোষণা করেছিল, যাচাই-বাছাই করে অভিবাসনপ্রক্রিয়া সম্পন্ন করতে নথি তৈরি করবে তারা। এরপর নথিভুক্তির বাইরে থাকা এবং নতুন করে আসা অভিবাসীরা ‘নথিপত্রহীন’ অভিবাসী বলে স্বীকৃত হচ্ছে। অভিবাসন প্রশ্নে উদারনীতির কারণে রিপাবলিকান শিবির বাইডেন প্রশাসনের সমালোচনায় সরব। তবে কয়েক দিন আগে বেশ কয়েকটি অভিবসী পরিবারকে নিজ নিজ দেশে পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সূত্র : এএফপি।সাতদিনের সেরা