kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আস্থা ভোট ডাকছেন

কালের কণ্ঠ ডেস্ক   

৫ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমালয়েশিয়ার প্রধানমন্ত্রী আস্থা ভোট ডাকছেন

পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, আগামী মাসে পার্লামেন্টে আস্থা ভোট ডেকে তিনি সরকারপ্রধান হিসেবে নিজের বৈধতা প্রমাণ করবেন। বেশ কয়েকজন আইন প্রণেতার সমর্থন হারানোর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেন ইয়াসিন।

গতকাল বুধবার দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহের সঙ্গে সাক্ষাৎ করেন ইয়াসিন। এরপর তিনি মালয়েশিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যমকে বলেন, তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের অন্যতম একটি দলের আট আইন প্রণেতা তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন এবং এ তথ্য রাজাই তাঁকে জানিয়েছেন। রাজার সঙ্গে বৈঠকে তিনি অবশ্য দাবি করেছেন, পার্লামেন্টে তাঁর সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে। যদিও ঠিক কতজনের সমর্থন রয়েছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো ইঙ্গিত দেননি। এর আগে গত মঙ্গলবার ইয়াসিনের দল ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) প্রেসিডেন্ট জানান, দলের বেশ কয়েকজন সদস্য সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী হিসেবে বৈধতা হারিয়েছেন ইয়াসিন। ইউএমএনওর পার্লামেন্ট সদস্যের (এমপি) সংখ্যা ৩৮ জন। ইয়াসিনে নেতৃত্বাধীন জোটের দলগুলোর মধ্যে এই দলের এমপিই সর্বাধিক। অনেকে প্রধানমন্ত্রীকে সমর্থন না দিলেও তাঁর দাবি, সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারা তাঁর পক্ষে আছেন এবং আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টের আস্থা ভোটে তিনি সেটা প্রমাণ করবেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সাতদিনের সেরা