kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

নিজেদের ভিটা ইহুদিদের থেকে ভাড়া নেওয়ার প্রস্তাব

কালের কণ্ঠ ডেস্ক   

৪ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযে ইহুদিদের কারণে চার ফিলিস্তিনি পরিবার ভিটাছাড়া হতে চলেছে, সেই ইহুদিদের কাছ থেকে তাদের ভিটা ভাড়া নিয়ে থাকার প্রস্তাব দিয়েছেন আদালত। বলাই বাহুল্য, সেই প্রস্তাব একবাক্যে নাকচ করে দিয়েছে ওই পরিবারগুলো।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ওই চার ফিলিস্তিনি পরিবারের জমি রয়েছে। বর্তমানে সেগুলো নাহালাট শিমন শীর্ষক এক ইহুদি সংগঠনের দখলে আছে। সম্পত্তিগুলোর ওপর নিজেদের দখলের বৈধতা পেতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করে যাচ্ছে সংগঠনটি। লড়াই করে ফিলিস্তিনি পরিবারগুলোও। তাদের মধ্যে এক পরিবার জানায়, তাদেরকে ওই জায়গায় ভাড়াটিয়া হিসেবে থাকার প্রস্তাব দেওয়া হয়। ওই জায়গা শুধু তাদের জন্যই সংরক্ষিত থাকবে, কিন্তু সম্পত্তির মালিকানা থাকবে ইহুদিদের কাছে এবং প্রতিবছর ভাড়া দিয়ে পরিবারগুলো সেখানে থাকতে পারবে।

তাদের মধ্যে একটি পরিবারের সদস্য মুহাম্মদ এল-কুর্দ বলেন, ‘এ নিয়ে তাঁদের ওপর অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে আমরা প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।’ সূত্র : বিবিসি ও এএফপি।