kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

বেলারুশের নির্বাসিত অ্যাক্টিভিস্টের লাশ উদ্ধার ইউক্রেনে

কালের কণ্ঠ ডেস্ক   

৪ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেলারুশ থেকে পালাতে বাধ্য হওয়া মানুষের সহায়তায় নিয়োজিত সংস্থা বেলারুশিয়ান হাউস ইন ইউক্রেনের প্রধান ভিটালি শিশোভকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ইউক্রেনে নিজ বাড়ির সামনের পার্ক থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার এক দিন আগে তিনি হাঁটতে বের হয়ে আর বাড়ি ফেরেননি।

পুলিশ জানায়, গতকাল কিয়েভের একটি পার্ক থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ বিষয়ে একটি হত্যা মামলা করেছে। এর তদন্তও শুরু হয়েছে। শিশোভকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

২০২০ সালের আগস্টে বেলারুশের বিতর্কিত নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন আলেকজান্ডার লুকাশেংকো। নির্বাচনের আগে থেকেই তিনি বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাতে থাকেন। এ দমন-পীড়নের কারণে অনেকে দেশ ছেড়ে আসেন। দেশত্যাগীদের বেশির ভাগ ইউক্রেন, পোল্যান্ড ও লিথুনিয়ায় আশ্রয় গ্রহণ করেন। বেলারুশিয়ান হাউস ইউক্রেনে আসা নির্বাসিতদের জন্য থাকার জায়গা, চাকরির বন্দোবস্তসহ বৈধ উপদেষ্টা হিসেবে কাজ করে। সূত্র : বিবিসি।