kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

ভূমধ্যসাগর থেকে ১০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

কালের কণ্ঠ ডেস্ক   

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের কথা জানিয়েছে জার্মানির এনজিও সি-ওয়াচ। গত শুক্রবার সি-ওয়াচ জানায়, ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা এসব অভিবাসনপ্রত্যাশীর মধ্যে অনেকে আহত ছিল। আহতদের কয়েকজন গুরুতর ‘ফুয়েল বার্নের’ শিকার ছিল। পেট্রল সাগরের পানিতে মিশে গিলে তা কারো শরীরে লাগলে ‘ফুয়েল বার্ন’ হয়।

সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় লিবিয়া ও তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও ইউরোপের অন্যান্য অংশের উদ্দেশে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের নৌকার সংখ্যা বেড়েছে।

গত বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরে দুটি নৌকা থেকে ৩৩ জনকে উদ্ধার করে সি-ওয়াচ।

উদ্ধার পাওয়াদের মধ্যে সঙ্গীবিহীন ৯ শিশু ও সাত মাসের গর্ভবতী এক নারী ছিল। এরপর শুক্রবার ভোররাতে লিবিয়ার তল্লাশি ও উদ্ধার জোনে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি কাঠের নৌকা থেকে ৬০ জনেরও বেশি ইউরোপ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে সি-ওয়াচ থ্রি। সূত্র : রয়টার্স।সাতদিনের সেরা