kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

টিকা নিলেই শত ডলার দেওয়ার আহবান অঙ্গরাজ্যকে

কালের কণ্ঠ ডেস্ক   

৩১ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিকা নিলেই শত ডলার দেওয়ার আহবান অঙ্গরাজ্যকে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে টিকাদানের হার বাড়াতে প্রণোদনা দেওয়ার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন টিকা নেওয়া প্রত্যেক মার্কিন নাগরিককে ১০০ ডলার করে দিতে অঙ্গরাজ্যগুলোর প্রতি তিনি আহবান জানান।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে বাইডেন জানান, অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারের কারণেই টিকা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন নির্দেশনা দিতে হয়েছে। বাইডেন বলেন, ‘মানুষ মারা যাচ্ছে এবং যাদের মারা যাওয়ার কথা ছিল না তারাও মারা যাবে। নতুন করে টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ ডলার করে দিলে যারা আগে টিকা নিয়েছে, তাদের বিবেচনায় এটি অন্যায্য হবে। কিন্তু আমরা সবাই এতে লাভবান হব, যদি আরো মানুষ টিকা নেয়।’ সূত্র : বিবিসি।সাতদিনের সেরা