kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে গত বুধবার আহত ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বাবার সঙ্গে গাড়িতে থাকা অবস্থায় আল-আলামি নামের ওই শিশুর বুকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের হেবরন শহরের উত্তর-পশ্চিমে বেইত-ওমর অঞ্চলে এ ঘটনা ঘটে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।   

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাড়িটি থামার সংকেত মানেনি। এরপর গাড়ির চাকায় গুলি করে তারা। জ্যেষ্ঠ একজন কমান্ডারের তত্ত্বাবধানে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে চলতি মাসে পশ্চিম তীরের বেইতা গ্রামে নতুন করে অস্থিরতা শুরু হয়। গত শুক্রবার সেখানে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এর জেরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী মোহাম্মেদ মুনির আল-তামিমি নামের এক কিশোর গত শনিবার নিহত হয়। গত মঙ্গলবার শাদি ওমর লতফি নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করা হয়। পরদিন মারা গেল এক শিশু। রেড ক্রিসেন্ট জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনায় এ পর্যন্ত ৩২০ জনের মতো ফিলিস্তিনি আহত হয়েছে। সূত্র : এএফপি।সাতদিনের সেরা