kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

চীনে বন্যায় মৃত বেড়ে ৯৯

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে পৌঁছেছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া ভারি বর্ষায় চীনের মধ্যম অঞ্চল একেবারে তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার কর্তৃপক্ষ ৯৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। তাদের মৃত্যুর কারণও নির্দিষ্ট করে স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়নি। চীনের হেনান প্রদেশের ঝেনঝাউ শহরে ৯ দিন ধরে রেকর্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টির পানিতে পুরো শহর তলিয়ে গেছে। বিশেষ করে শহরের পাতাল রেলগুলো একদম ডুবে গেছে। সেখানে গতকাল পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার কারণে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। রাস্তায় রাখা গাড়িগুলো ভেসে বেড়াচ্ছে।

ঝড়ে চীনের অন্য অঞ্চলগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিনচিয়াং প্রদেশের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। চীনের অনলাইন গণমাধ্যম দ্য পেপার এক প্রতিবেদনে বলেছে, ঝেনঝাউয়ের একটি তলিয়ে যাওয়া টানেলে ২০০টি যানবাহন নষ্ট অবস্থায় পাওয়া গেছে।

কিছু কিছু এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বেশির ভাগ অঞ্চলই এখনো বন্যাকবলিত। এর মধ্যেই সেখানে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সাতদিনের সেরা