kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভারাজ

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভারাজ

ভারতের কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বাসাভারাজ বোম্মাই। গতকাল বুধবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে বি এস ইয়েদুরাপ্পার স্থলাভিষিক্ত হলেন তিনি। গত মঙ্গলবার রাজ্য বিধানসভার বিজেপি সদস্যদের এক বৈঠকে ৬১ বছর বয়সী বোম্মাইকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা। বোম্বাই কর্ণাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা। ইয়েদুরাপ্পাও একই সম্প্রদায়ের নেতা ছিলেন। কর্ণাটকের ছয় কোটি ৮০ লাখ মানুষের মধ্যে ১৬ শতাংশ এই সম্প্রদায়ের। বাসাভারাজ বোম্মাইয়ের বাবা আর এস বোম্মাই জনতা দল ইউনাইটেডের নেতা ছিলেন। ১৯৮০-এর দশকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। বাসাভারাজ ২০০৮ সালে তাঁর বাবার দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা