kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

বন্যা ও ভূমিধসে ভারতে মৃত্যু বেড়ে ১২৭

কালের কণ্ঠ ডেস্ক    

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভারতে ভারি বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গতকাল রবিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। উদ্ধারকারীরা নিখোঁজদের অনুসন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়াসংক্রান্ত বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন এই বৃষ্টি থাকবে। মৌসুমি আবহাওয়ায় ভারতে বন্যা ও ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এর ভয়াবহতা বেড়েছে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১১৭-তে গিয়ে ঠেকেছে। এর মধ্যে ৪০ জন মারা গেছে তালিয়া নামের একটি গ্রামের বড় ভূমিধসে। ওই গ্রামের বাসিন্দা জয়রাম মহাস্কে নামের এক ব্যক্তি বলেন, ভূমিধস থেকে বাঁচতে অনেকে পালানোর চেষ্টা করেছে। তাদের মধ্যে কয়েকজন তাঁর আত্মীয় আছে। তারা ভূমিধসে চাপা পড়েছে। স্থানীয় আরো কয়েকজন জানিয়েছে, ভূমিধসে ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। শুধু কংক্রিটের তৈরি দুটি কাঠামো দাঁড়িয়ে আছে। এদিকে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে। ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী জানিয়েছে, মুম্বাই থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে পোসারে গ্রামে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবারের বৃষ্টিতে চিপলুনে পানির স্তর ২০ ফুট পর্যন্ত বেড়ে গিয়েছিল। সেখানে পানির স্তর নামতে শুরু করেছে। এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে আট কভিড রোগী মারা গেছে। এর মধ্যেই উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। কোমর সমান কাদামাটির মধ্যেই এক্সকাভেটর দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ১০০ জনের মতো নিখোঁজ রয়েছে। সূত্র : এএফপি।সাতদিনের সেরা