kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

যুক্তরাজ্যে রাষ্ট্রদূত বদলাল জান্তা

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমারের জান্তা সরকার লন্ডনে দেশটির দূতাবাসে নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। অন্তর্বর্তীকালীন এই ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ আগের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিনের স্থলাভিষিক্ত হলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করে। তবে নতুন দূতের নাম জানায়নি তারা। গত শুক্রবার যুক্তরাজ্যও মিয়ানমারে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থান হওয়ার পর কেয়াও জোয়ার মিন জান্তার বিপক্ষে অবস্থান নেন এবং অং সান সু চিকে ছেড়ে দেওয়ার আহবান জানান। এর জেরে জোয়ার মিনকে প্রত্যাহার করে নেয় জান্তা সরকার। গত এপ্রিল থেকে তাঁকে দূতাবাসেও ঢুকতে দেয়নি জান্তাপন্থীরা।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট (এমএপি) কয়েক দিন আগেও লন্ডনে মিয়ানমার দূতাবাসে যাঁকেই নতুন প্রধান করা হোক না কেন, তাঁকে মেনে না নিতে যুক্তরাজ্যের প্রতি আহবান জানিয়েছিল। এমএপি জানিয়েছে, লন্ডন দূতাবাসের দায়িত্ব হতুন অং কেয়াওকে দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে দীর্ঘদিন থাকা অং কেয়াও একসময় ফাইটার পাইলটের দায়িত্ব পালন করেছেন।

সূত্র : রয়টার্স।